মঞ্জুরুল ইসলাম মঞ্জু, লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে ২৩৬১ জন উপকারভোগীর মাঝে টিসিবি পন্যসামগ্রী বিক্রয়ের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমদে এমপি।
রবিবার সকালে উপজেলার মদাতী ইউনিয়নের মনিরাবাদ আলিম মাদরাসা মাঠে ৪,৫,৬ নং ওয়ার্ডের ৮৩৯ জন কার্ডধারী সুবিধাভোগীদের হাতে ২কেজি সোয়াবিন তেল, ২কেজি মসুর ডাল ও ২ কেজি করে চিনির প্যাকেজ বিক্রয়ের ভার্চুয়ালী উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কথা চিন্তা করে স্বল্প মূল্যে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় করছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। সরকার সারা দেশে ১ কোটি মানুষকে এ কার্যক্রমের আওতায় এনেছে।
পরে সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান উপকারভোগীদের হাতে পণ্যসামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, মনিরাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ মওলানা গোলাম আযম মওদুদী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে সদস্যবৃন্দ ও টিসিবির ডিলার মোঃ মশিউর রহমান বিপ্লব। এর পরে মদাতী ইউনিয়ন পরিষদ, বাবুর হাট কেন্দ্রেও টিসিবির পণ্যসামগ্রী বিক্রয় করা হয়।
৪ নং ওয়ার্ডের উপকারভোগী কছিমুদ্দিন (৫৬), আছিয়া বেগম (৫২) জব্বার আলী(৪৫) বলেন, বাজারে সোয়াবিন তেলের কেজি ১৭০ টাকা আর এখানে ১১০টাকা, মসুর ডালের বাজার মুল্য কেজি ১১০ টাকা এখানে ৬৫টাকা ও বাজারে চিনির কেজি ৭৫ টাকা এখানে ৫৫ টাকা সব মিলে বাজার দরের চেয়ে ২৫০টাকা সাশ্রয় হচ্ছে। সরকার যদি সারা মাস এভাবে কম দামে মালামাল দেয় তাহলে আমাদের উপকার হত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বলেন, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য টিসিবির এ কার্যক্রম সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনায় একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এতে সকল কার্ডধারী উপকারভোগী সুবিধা পাবেন।