গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে সুবাণী প্রান্তিক বিদ্যানিকেতন স্কুলের উদ্যোগে শনিবার সকালে বই উৎসব পালিত হয়েছে। অর্ধ-সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক ও সুবাণী প্রান্তিক বিদ্যানিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আইয়ুব রানার সভাপত্বিতে সুবাণী প্রান্তিক বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এসময় আরোও উপস্থিত ছিলেন, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহদীসহ অভিবাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
পরে প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের হাতে বিনা মূল্যে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।