গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন ইউনিয়নে ১৪০টি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। এসময় ১৪০টি ভূমিহীন গৃহহীনদের হাতে ঘরের দলিল ও চাবি বুঝিয়ে দেয়া হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাছরিন পারভিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার তদন্ত ওসি আবুল বাশার, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা,ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামদ্দিন,শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান আজিবুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তারা।