শহিদুল ইসলাম,গাজীপুরঃ
গাজীপুরে কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। গতকাল(শুক্রবার) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তৃতীয়ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করা হয়। কালিয়াকৈর পৌরসভায় ২০১৬ সালে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও সীমানা সংক্রান্ত জটিলতায় নির্বাচন আটকে ছিল। দীর্ঘদিন পর নির্বাচনী তফসিল ঘোষনা হওয়ায় পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিল্পাঞ্চল অধ্যুষিত এ পৌরসভায় আগামী ২৮ নভেম্বর নিবার্চন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ৪১টি এবং ২৭৬টি বুথে সকাল থেকে বিকেল পয়র্ন্ত একযোগে যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ব্যপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাসেল বলেন, একটি কুচক্রী মহলের কাছে দেশের গুরুত্বপূর্ণ এ পৌরসভাটি জিম্মি ছিল। তারা পৌরবাসীর জীবন মান উন্নয়ন না করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করেছেন। ইনশাআল্লাহ পৌরবাসীর ভোটে আমি নির্বাচিত হয়ে পৌর এলাকার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যাব