কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৬০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে উৎসব মূখর পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক সভাপতি ডা: শাহাবুদ্দিন আহসান, মধ্যপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমূখ। পরে উপজেলার ফুলবাড়িয়া ও মধ্যপাড়া ইউনিয়নের ৬০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে নির্মাণকৃত ঘরের জমির দলিল হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য কালিয়াকৈর উপজেলার ৩য় পর্যায়ের ২৬০ টি ঘরের মধ্যে ৬০টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে এই উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতে আরো ২০০টি ঘর নির্মাণ করা হবে।