গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালিয়াকৈর উপজেলা বিএনপি’র উদ্যোগে কালিয়াকৈর টেংলাবাড়ী এলাকায় এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি খলিলুর রহমান ইব্রাহিম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজপলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শেলী, দপ্তর সম্পাদক মেহেরুল ইসলাম মুরাদ বকসী, বিএনপি নেতা মনির সিকদার, সামসুজ্জামান শিপলু বকসীসহ কালিয়াকৈর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দোয়া করা হয়।