কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবন্ধী শির্ক্ষাথীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.কম মোজাম্মেল হক এমপি।
মঙ্গলবার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদের হল রুমে এ উপলেক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.কম মোজাম্মেল হক এমপি। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপির সভাপতিত্বে আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
এসময় ২৪৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।