গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে পৌর আওয়ামী’লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পৌর আ’লীগের কার্যালয়ে পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশাররফ হোসেন,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মজিবুর রহমান ইয়াসিন,পৌর আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তুষার, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, পৌর মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, ১ নং ওয়ার্ডের সভাপতি কামরুল হাসান, ৭ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুল বারেক সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্ধ।
এসময় আগামী পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীগণ ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।