গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া এলাকায় নিখোঁজের তিনদিন পর মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার ঢালজোড়া সাহা পাড়া এলাকার নেদু চন্দ্র সাহার ছেলে মনীন্দ্র চন্দ্র সাহা (৭৫) । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া সাহা পাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন মনিন্দ্র চন্দ্র সাহা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে শুক্রবার দুপুরে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার সকালে বাড়ির পাশে পানিতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে তিন দিন পর অর্ধ গলিত লাশটি উদ্ধার করেন। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল বাশার জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।