শহিদুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার চান্দরা এলাকায় পৌর আওয়ামীলীগের কার্যালয়ে পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনাসভা,দোয়া ও কেক কাটা কর্মসূচী পালন করেছে। এ সময় কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন জয়ের সভাপতিত্বে আলোচনা সভাশ বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, সহ সভাপতি আইয়ুব মন্ডল, পৌর শ্রমিকলীগের সভাপতি হারিজ উজ্জামান খান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সুমন রানা, কৃষকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, পোর যুব মহিলালীগের আহবায়ক রূপালী রূপাসহ পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনর অন্যান্য নেতৃবৃন্দ। পরে দোয়া শেষে কেক কেটে মিষ্টি বিতরন করা হয়।