গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ লোকমান হোসেন(নৌকা)বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
গতকাল (১৫ জুন) বুধবার দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ২৬টি ভোট কেন্দ্রের প্রত্যেকটিতেই ইভিএম মেশিনে ভোট গ্রহণ হয়।
নির্বাচনে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। ভোটে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী লোকমান হোসেন (নৗকা প্রতিক) ২৯ হাজার ৬শত ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী হারুণ অর রশিদ (আনারস প্রতিক) ৮ হাজার ২ শত ৬ ভোট পান। ইসলামী আন্দলন বাংলাদেশের প্রার্থী আশরাফুল সিকদার(হাত পাখা) পেয়েছেন ২ হাজার ৮ শত ৮০ ভোট।
উল্লেখ্য, বিজয়ী প্রার্থী লোকমান হোসেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী হারুণ অর রশিদ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।