গাজীপুর প্রতিনিধি◊◊
গাজীপুর কালিয়াকৈরে মহিলাদের আয়বর্ধক প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে ৬ লক্ষ টাকার চেক বিতরণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস অধ্যাপিক জায়েদা নাসরিন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নাসরিন আরা পোষণ সহ বিভিন্ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্ধ।
পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের ১৬ তম ব্যাচের ১২ জন প্রশিক্ষণার্থীকে ৬ লক্ষ টাকার চেক বিতরণ ও টি আর প্রকল্পের আওতায় ৫৬টি প্রতিষ্ঠানকে ৫৬ লক্ষ ১৯ হাজার টাকার চেক, ৪ হাজার ৯’শ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।