কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি◊◊
গাজীপুর কালিয়াকৈরে চন্দ্রা দারুল উলুম মাদরাসার দাওরায় হাদিস সমাপনকারী শিক্ষার্থীদের খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে মাদরাসা মাঠে অনুষ্ঠিত দাওয়ারে হাদিস চতুর্থ ব্যাচের ৩০ জন শিক্ষার্থীদের খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা হেদায়েতুল্লাহ।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।
আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল মন্ডল, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, কালিয়াকৈর পৌর বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক দেওয়ান আব্দুল মান্নান, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হোসেন প্রিন্স প্রমূখ।