গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে করোনার টিকা গ্রহণ করে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি হলেন – টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত চন্দ্র মহন পালের ছেলে রমেশ চন্দ্র পাল (৮০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সকালে করোনার টিকা (বুস্টার) নেয়ার জন্য কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন।টিকা নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। এসময় উপজেলার শ্রীফলতলী এলাকায় (বাইপাস) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হতে গেলে একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে। পরে রাস্তার পাশে আহত হয়ে পরে থাকতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লোকটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।