নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ টু কালিগঞ্জ সড়কের তেতুলতলা বাজারে যশোর এবং ঝিনাইদহের পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ (৫ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় ঝিনাইদহ টু কালিগঞ্জ মহাসড়কের তেতুল তলা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এ পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সঙ্গে সঙ্গে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। জানা যায়, স্টেশন অফিসার সুমন আলীর নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ঘটনার বর্ণনা দিয়ে স্টেশন অফিসার সুমন আলী বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করে। এরপর তারা ট্রাকের মধ্যে আটকে পড়া ভিকটিমকে আধুনিক সরঞ্জাম দিয়ে উদ্ধার করে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সহসী ও দক্ষতার পরিচয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ঘটনাস্থল থেকে ফায়ার ফাইটার আশরাফুল হাসান অনেক দক্ষতার পরিচয় দেখিয়েছে। স্টেশন অফিসার বলেন, আহত ব্যাক্তিকে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স দিয়ে তাতক্ষণিক ঝিনাদাহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।