নিজস্ব প্রতিবেদক♦♦
আসন্ন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালাম ঘোড়া মার্কায় ৮১ হাজার ৯’শত ৫৯ ও বাবুল ওমর বাবু আনারস মার্কায় ৭৫ হাজার ৬’শত ২৫ ভোটে ৬ হাজার ৩’শ ৩৪ ভোটের ব্যবধানে প্রাপ্ত তথ্যনুযায়ী ঘোড়া প্রতীক বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) ২০২৪ সালের ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে দ্বিতীয় ধাপে সোনারগাঁয়ে ১৪২টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে হাড্ডাহাড্ডি লড়াই করছিলেন কালাম-বাবু। এতে করে নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁ উপজেলাটি ব্যাপক আলোচনায় আসেন।
সুতরাং বেলা ১১ ঘটিকার সময় উপজেলার “দরিকান্দী ও কাঁচপুর” ওমর হাই স্কুলে দু’টি কেন্দ্রে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের কারণে অপ্রীতিকর ঘটনা দেখা দিয়েছে। এক পর্যায় তাৎক্ষণিকভাবে আবার আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এবং দরিকান্দী ভোট কেন্দ্র এলাকা হতে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছেন সোনারগাঁ থানা পুলিশ।