নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের উন্নয়নের চাকা কাদায় আটকে পড়েছিল। সেই আটকে থাকা চাকাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার দুপুরে (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা আয়োজিত ‘দেশ ও জাতির উন্নয়নের প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা- অগ্রগতিতে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম । তিনি বলেন, ক্ষমতার জন্য বিএনপি-জামায়াত জোট জাতীয় চক্রান্তে ব্যর্থ হয়ে তারা এখন অান্তর্জাতিক চক্রান্তে লিপ্ত হয়েছে। তাদের এই চক্রান্ত বিফলে যাবে। কেনোনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ১৬ কোটি মানুষের আস্থার প্রতীক।
জনতার প্রত্যাশা সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, মিনহাজ উদ্দিন মিন্টু, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, লায়ন মশিউর রহমান, সাংবাদিক মানিক লাল ঘোষ, রোকন উদ্দিন পাঠান , এস এম শরিফুল ইসলাম, হুমায়উন কবীর হুমায়ুন, মনোয়ারা বেগম, হুমায়ুন কবীর মিজি প্রমুখ।