আরিফুল ইসলাম জিমন♦♦
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কাজী শুভ রহমান চৌধুরী আনারস প্রতীকে ২৮ হাজার ৬৯৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৩৮৪।
ভাইস-চেয়ারম্যান পদে (পুরুষ) সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু ১১ হাজার ৬৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সেলিম রেজা ৮ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে (মহিলা) নার্গিস আক্তার ১০ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মাজেদা বেগম ৮ হাজার ৯০৯ ভোট পেয়েছেন।
গতকাল বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কোন অপ্রীতীকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনী কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, চলতি নির্বাচনে এ উপজেলায় মোট ১ লাখ ৭ হাজার ৮২টি ভোটারদের মধ্যে ৪২ হাজার ৭৪০ জন ভোটার ভোট প্রদান করেছেন। এতে ৩৯.৪১ পার্সেন্ট ভোট কাষ্ট হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহিনুর আলম।