সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নাসিক ৫ নং ওয়ার্ডের সাইলো এলাকায় বিশাল এক কর্মীসভা অনুষ্ঠিত করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাইলো গেইট পঞ্চম তলার মোড় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমানের পৃষ্ঠপোষকতায় বিশাল এক কর্মীসভা সফল ভাবে অনুষ্ঠিত করা হয়েছে ।
এসময় কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল , নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক শাহ নিজাম,নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি নিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রিয়াদ,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন, সাবেক সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন (টুলু) ও সাবেক কাউন্সিলর ৪,৫ ও ৬ ওয়ার্ডের জান্নাতুল ফেরদৌস নীলাসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমূখ।
উপস্থিত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক এড. খোকন সাহা,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল, যুগ্ন-সম্পাদক শাহ নিজাম,আলাহাজ্ব মজিবুর রহমান এসময় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমান আহবানে বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে।সবচেয়ে সুন্দর ও সফলভাবে সকলের জনপ্রিয়তায় আনিসের নেতৃত্বে ৫ নং ওয়ার্ডে সভা অনুষ্ঠিত করা হয়েছে।আরও বলেন, এই এলাকায় শামীম ওসমান ছাড়া অন্য কাউকে ভোট দিবো না সাধারণ জনগণের সম্মাতি গ্রহণ।