গাজীপুর প্রতিনিধিঃ
কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাংবাদিক শহিদুল ইসলাম। দুপুরে উপজেলা নির্বাচন অফিসে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ’র নিকট মনোনয়ন পত্র দাখিল করা হয়। এ সময় সাংবাদিকদের পক্ষে কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা উপস্থিত ছিলেন। কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম কালিয়াকৈর প্রেসক্লাবের বর্তমান কমিটির যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মানুষের জন্য দীর্ঘদিন যাবত সেবামুলক কাজ করে আসছেন। শহিদুল ইসলাম জানান, এই এলাকাটি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত তাই অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। এ উদ্দেশ্যে সকলের দোয়া চাই।