নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশের ব্যাপক ভুমিকায় বন্দর মদনপুর এলাকা থেকে চুরি হওয়া পিকআপসহ দুইজন সক্রিয় চক্রকে আটক করেন। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের এসআই নুরুল হাসানের নেতৃত্বে বন্দর থানার মদনপুর চৌরাস্তা-কুমিল্লা লালমাই এলাকা হতে চুরি হওয়া পিকআপসহ দুইজন চোরকে গ্রেফতার করা হয়।
চোরাইকৃত পিকআপ (ঢাকা মেট্রো-ন)১৫-৩৯৫২ গাড়ি চোর চক্রের সদস্য- মো: ওবায়দুল ইসলাম (২৪) পিতা: মো: নাসিরাবাদ হাওলাদার, সাং দত্তরাবাদ, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল। মো: ফারুক (২২) পিতা মৃত আ: মালেক, সাং চানপুর, থানা সদর দক্ষিন, জেলা কুমিল্লা।
পিকআপ মালিক সূত্রে জানাগেছে, পিকআপটি কুমিল্লা সদর দক্ষিন থানার চানপুর বিশ্বরোডে এনে ৫’শ টাকা চুক্তিমতে রামপুরা থানার বনশ্রী এলাকায় পৌঁছে দেওয়ার শর্তে। আসামী মো: ওবায়দুলের নিকট বুঝিয়ে দেন। একই সাথে গাড়িটি দেখাশুনার জন্য আসামী মো: ফারুককে ৫’শ টাকার চুক্তিতে উক্ত গাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, আজ ভোর ৪ টার সময় জনৈক মো: শামীম মিয়া। উক্ত দুইজনকে অপর পলাতক আসামী শামীম গাড়িসহ রামপুরা বনশ্রীতে পৌঁছে অপেক্ষা করতে বলে।
জানাগেছে, উদ্ধারকৃত গাড়ির মুল্য প্রায় আট লক্ষ টাকা। এ ব্যাপারে লালমাই থানায় একটি মামলা দায়ের হয়েছে, যার নং ০১ তারিখ ০৪/১২/২০২০ খ্রিঃ ধারা ৩৭৯ পেনালকোড।
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, আমার নেতৃত্বে এলাকার ডিউটিরত পুলিশ অফিসার এসআই নুরুল হাসানকে দায়িত্ব প্রদান করে। উক্ত চোরাইকৃত গাড়িটি উদ্ধারসহ দুইজন চোর চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীসহ পিকআপটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লালমাই থানার এসআই’র নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, আমি কাঁচপুর হাইওয়ে থানায় যোগদান করার পরপরই। ডাকাত, ছিনতাই, মাদকসহ অনেক প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে যারা জড়িত রয়েছেন। তাঁদেরকে অনেক অংশে নিজের ঘুমকে হারাম করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। এবং আমি যতদিন হাইওয়ে থানায় আছি ততদিন পর্যন্ত সঠিক ভাবে নিজ দায়িত্ব পালন করে যাব।