সোনারগাঁও প্রতিনিধিঃ
সোনারগাঁও কাঁচপুর সেনপাড়া এলাকা হতে র্যাব-১১’র অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গত (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় র্যাব-১১’র বিশেষ অভিযানে ১ কেজি ৮’শ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। এবং অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরাবরাহের দায়ে মোছা: রোকসানা (৪১) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করনে।
জানাগেছে, গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সেনপাড়া এলাকার মো: ইসরাফিল এর স্ত্রী। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। উল্লিখিত আসামী বিভিন্ন কৌশলে কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহণে করে নিয়ে এসে নারায়ণগঞ্জ-ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় সরবরাহ করে আসছিল।
এবিষয়ে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী(পিপিএম) বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।