নিজস্ব প্রতিবেদকঃ
সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজের নিচে ছিনতাই কালে স্থানীয় জনতার হাতে একজন ছিনতাইকারীকে আটক করা হয়। গতকাল শুক্রবার (২৩ জুলাই) রাত ৮ ঘটিকার সময় ছিনতাই চক্রের মূলহোতা ইজিবাইক ড্রাইভার শওকাত আলী(৩০), পিতা আ: মফিজ আলী, সাং সিআই খোলা বউ বাজার, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। তিনি একজন কাস্টমার কাঁচপুরের উদ্দেশ্য ভাড়া করে, তাঁর সহকারী ছিনতাই চক্রকে সাথে নিয়ে। দ্রুত গতিবেগে কাঁচপুর ব্রীজের নিচে গাড়িটি রেখে, কাস্টমার কায়সারকে অস্ত্রের মূখে জিম্মি করে সাথে থাকা ১৭ হাজার টাকা, একটি এটিএম ব্যাংক কার্ডে থাকা ৭০ হাজার টাকা ও আইফোন সেভেন প্লাস হাতিয়ে নিয়ে। ওই ইজিবাইক ড্রাইভারটিসহ তাঁরা দ্রুত গতিবেগে গাড়িটি চালিয়ে যায়। এমতাবস্থায় ছিনতাইকারীর কবলে থাকা কায়সারের ডাক-চিৎকারের শব্দ শুনে। পিছনে থাকা একটি ট্রাক শ্রমিকের গাড়ি ধাওয়া করে ইজিবাইক ড্রাইভারকে সঙ্গে সঙ্গে আটক করেন।আটক করে স্থানীয় জনতাসহ আটি ওয়াবদা সড়কের পাশে থাকা একটি ’সেসার্স খাজা লাইমস’ এর মধ্যে ঢুকিয়ে স্থানীয় জনতারা মিলে গণধোলাই দেন ইজিবাইক ড্রাইভার শওকাতকে।এরিমধ্যে তাকে গণধোলাই কালে সঙ্গে একটি ‘চাকু’ পাওয়া যায়।
এবিষয়ে ভুক্তভোগী কায়সার উল্লাহ দৈনিক সকালের কাগজকে জানান, আমি চিটাগাংরোড থেকে ইজিবাইক চালকের সাথে কথা বলে কাঁপুরের উদ্দেশ্য প্রথমে আমার পরিবারসহ দুইজন গাড়ি ভাড়া করি। ড্রাইভার বাকী সিটে আরও কিছু লোকজন উঠিয়ে, আমাকে কাঁচপুর না নামিয়ে দিয়ে। দ্রুত বেগে গাড়িটি কাঁচপুর ব্রীজের নিচে গিয়ে, দেশীয় অস্ত্রের মূখে আমাকে জিম্মি করে। সাথে থাকা মানিব্যাগের মধ্যে ১৭ হাজার টাকা, একটি এটিএম ব্যাংক কার্ডের মধ্যে ৭০ হাজার টাকা ও আইফোন সেভেন প্লাস নিয়ে গাড়িটি দ্রুত গতিবেগে চালিয়ে যায়। এমতাবস্থায় আমার ডাক-চিৎকারে, পিছনে থাকা একটি ট্রাক শ্রমিকের গাড়ি ধাওয়া করে, ইজিবাইক ড্রাইভার শওকাতকে আটক কালে,বাকী ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তিনি।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মশিউর রহমানকে ছিনতাইকারীর বিষয়টি মুঠোফোনে অবহিত করলে। তিনি তাৎক্ষণিক ভাবে একটি পুলিশের টিম পাঠিয়ে আইনগত ব্যবস্থার জন্য সরেজমিনে পাঠান।