নিজস্ব প্রতিবেদক◊◊
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় নাটকীয়ভাবে। গতকাল (১৯ নভেম্বর) শনিবার গাজিপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতনের নেতৃত্বে কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মো: নবীর হোসেনের যোগসাজশে এ উচ্ছেদ অভিযানে অংশ নেয়া হয়েছে।
সরেজমিন ঘুরে দেখাগেছে, গাজিপুর রিজিয়ন হাইওয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে কিছু কিছু জায়গায় উচ্ছেদ অভিযানের দৃশ্য চোঁখে পড়ার মতো। অন্যথায় অনেক জায়গায় উচ্ছেদের নামে নাটকীয়তা রয়েছে। সুতরাং কাঁচপুর মেইন পয়েন্ট থেকে চট্টগ্রাম রুটের চেঙ্গাইন রোডস্থ্য প্রায় এক কিলোমিটার ব্যাপি শত শত স্থাপনা উচ্ছেদ করা হয়নি। এবং সিলেট রুট থেকে লাভলী সিনেমা হল পর্যন্ত প্রায় ৬ শতাধিক অবৈধ দোকানপাট রয়েছে। তাও কোন প্রকার উচ্ছেদ হয়নি।
এবিষয়ে সাধারণ পথচারী রাকিব, সোহাগ,তাজুলসহ ১৫/২০ জনে সাংবাদিকদের জানান, পুলিশের এধরনের উচ্ছেদ অভিযান এর নামে নাটকীয়তা মনে হচ্ছে। এ উচ্ছেদ অভিযান দেখিয়ে আবার নামধারী চাঁদাবাজদের দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার একটি ইস্যু তৈরী করা হচ্ছে। এ যেন সড়কজনপথ ও হাইওয়ে পুলিশের রামরাজত্ব কায়েম হতে চলেছে। এবিষয়টি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গুরুত্বসহকারে আমলে নেয়া প্রয়োজন বলে দাবি করেন তাঁরা।
নাম প্রকাশে অনেচ্ছুক ১০/১২ জন ফুট ব্যবসায়ীরা জানান, ভাই আমরা এখানে টাকা দিয়ে ফুটে ব্যবসা বাণিজ্য করতে হয়। অন্যথায় আমরা এখানে ব্যবসা করতে পারি। এধরনের প্রতি উচ্ছেদে আমাদের বিপাকে পরতে হয়। কারণ আবার নতুনভাবে জায়গার এ্যাডভান্স দিয়ে। ব্যবসার সিদ্ধান্ত নিতে হয়। তারপরও আরও বিভিন্ন রকমের হয়রানির মোকাবেলা করতে হয়। তারপরে দুই টাকা ইনকাম ব্যবস্থা করে, পরিবার বর্গ নিয়ে চলতে হয়।