নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার সন্ত্রাসী ইকবালকে র্যাব-১০’র একটি টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর ) রাত ৯ ঘটিকার সময় কাঁচপুর মতিন খাঁন প্লট রিয়েলষ্টেট আলভী প্লাজা
থেকে ইকবাল(৩৭) পিতা হারুন-অর-রশিদ, সাং সোনাপুর, থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসীর মতে, কাঁচপুরের সন্ত্রাসী ইকবালের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও, নারায়ণগঞ্জের স্থানীয় পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেনি তাকে। স্থানীয় প্রশাসনের নাকের ডগাঁয় চলাফেরা করে দিন-রাত ঘুরে বেড়াতেন তিনি। ইকবাল দিনের বেলা নিদ্রা যাপন, রাতের বেলা চুরি-ডাকাতি-ছিনতাইসহ নানাপ্রকার অপরাধের মূলহোতা। এমন পেশাই তাঁর নেশা হিসেবে বেঁছে নিয়েছেন তিনি।
তাঁরা আরও বলেন, এদের বিরুদ্ধে একাধিক বার পুলিশ প্রশাসনের কাছে জিডি-অভিযোগ প্রদান করা হলেও, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি কোন প্রকার আমলে না নেওয়ার ব্যাপক অভিযোগ তুলে ধরেন।