নিজস্ব প্রতিবেদক♦
সোনারগাঁ উপজেলার কাঁচপুরে চাঁদার টাকা না পেয়ে সাগর আহমেদ বাপ্পী(১৩) পিতা বাচ্চু মিয়া নামের একটি শিশু বাচ্চাকে বেধড়ক ভাবে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসী মোকলেছের বিরুদ্ধে।
গত (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় সিলেট সড়কে কাঁচপুর ৪,৫ ও ৬নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জহুরা আক্তার শান্তা তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন ৩’শ টাকা চাঁদার দাবিতে মোকলেছ ঘটনাস্থলে কাউকে না পেয়ে ক্ষোভে বাপ্পী নামের এক শিশু বাচ্চা’কে বেধড়ক ভাবে মারপিট করা হয়। এ ঘটনায় ছেলেটির পেটের ‘হৃদপিন্ড ও প্যানিসে, আঘাত লেগে গুরুতর ভাবে আহত হয়ে পরেন।
এবিষয়ে নাম প্রকাশে অনেচ্ছুক পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন সাংবাদিকদের জানান, কাঁচপুর এলাকার মহিলা সংরক্ষিত আসনের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জহুরা আক্তারের আল-মদীনা পরিবহণ কাউণ্টার ব্যবসা প্রতিষ্ঠানে। এলাকার আওয়ামীলীগের নামধারী নেতা পরিচয়দানকারী মোকলেছ নামের এক ব্যক্তি মোটা অংকের চাঁদার দাবিতে। তাঁর একটি ছেলে শিশু সন্তান বাপ্পীকে একা পেয়ে মোকলেছ(৪৫) পিতা মৃত্যু আব্দুল বারেক নামের সন্ত্রাসী চক্রটি। এলোপাতাড়ি শরীরে কিল-ঘুষি ও পা দিয়ে লাথি মেরে নীলা-ফুলা জখম করে থাকেন। এমতাবস্থায় খবর পেয়ে মা জহুরা আক্তার তাঁর ছেলে বাপ্পীকে অসুস্থ অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে। কর্তব্যরত ডাক্তারের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য ‘ঢাকা মেডিকেল কলেজ,হাসপাতাল(ঢামেক)’কে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে জানান।
বাপ্পী’র মা জহুরা আক্তার সাংবাদিকদের জানান, আমার কাঁচপুর সিলেট রোডে দীর্ঘদিনের পরিবহণ কাউণ্টার ব্যবসা চলমান রয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানে এক ধরনের নামধারী আওয়ামীলীগ পরিচয়দানকারী মোকলেছ,পারভেজ,হৃদয়,নূর মোহাম্মদ,নিজাম ও আসাদ গং নামের একটি চক্র দীর্ঘদিন ধরে ফয়দা লুটাবার জন্য। আমার কাছে দৈনন্দিন ৩’শ টাকা চাঁদা দাবি করেন। এতে আমি রাজি না হলে। আমাকেসহ আমার পরিবারের লোকজনকে হুমকি-ভয়ভীতি বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছেন।এবিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে বার বার অবহিত করা হলেও তাঁরা কোন প্রকার বিষয়টি আমলে নেয় না। তিনি বলেন, হঠাৎ আমার অনুপস্থিতে পরিবহণ কাউণ্টারে আমার ছেলে বাপ্পী’কে একা পেয়ে সন্ত্রাসী মোকলেছ মারপিট করে গুরুত্বর ভাবে আহত করেন। এতে করে আমার ছেলের পেটে একটি লাথি পড়াতে ‘পেটের হৃদপিন্ড ও প্যানিসে, আঘাত লেগে মারাত্মক অসুস্থ হয়ে পরেন। তিনি আরও বলেন, আমার ছেলেকে এমন বেধড়ক মারপিটের কারণে, আমি নিজে বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ‘নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে, একটি মামলা প্রস্তুতি চলমান গ্রহণ করা হয়েছে। এবং আজকের বুধবার সোনারগাঁ থানায়ও তাঁদের বিরুদ্ধে একটি অভিযোগ প্রদান করা হবে বলে জানান তিনি।
এবিষয়ে বিবাদী মোকলেছ’কে সরেজমিনে না পেয়ে, তাঁর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
এবিষয়ে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক মো: মোতালিব সাংবাদিকদের জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। এবিষয়ে সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।