সোনারগাঁও প্রতিনিধিঃ
সোনারগাঁও উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার রফিকুল ইসলাম খানের বাড়ির ভাড়াটিয়া আখি আক্তার(৩৫) স্বামী শহিদুল ইসলাম নামের ঘরের মধ্যে থাকা মর্মান্তিক লাশ উদ্ধার করেন পুলিশ। গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকার সময় ভাড়াটিয়া আখি আক্তারের মৃত্যুর ঘটনা শুনে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের ডাক চিৎকারে বাড়ির ম্যানেজার মাহফুজা রহমান এগিয়ে আসেন। ম্যানেজার মর্মান্তিক ঘটনার কথা শুনে আখির ঘরের দড়জা কক্ষে বার বার ধাক্কা-ধাক্কির চেষ্টার করলেও আখির কোন প্রকার শব্দ শুনতে পাওয়া যায়নি। এমতাবস্থায় ম্যানেজার বাড়ির মালিককে ঘটনাটি জানালে । বাড়ির মালিক রফিকুল ইসলাম উক্ত ঘটানার বর্ণনা পেশ করেন এলাকার ডিউটিরত পুলিশরে এসআই আ: রউফ এর কাছে। পরবর্তী সময়ে এসআই আ: রউফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আখির ভাড়াটিয়া ঘর ভেঙ্গে তাঁর মরদেহ উদ্ধার করেন পুলিশ।
এবিষয়ে বাড়ির মালিক রফিকুল ইসলাম খান সকালের কাগজকে জানান, আমার বাড়ির ৬ষ্ঠ তলা ভবনের ৫’ম তলায় নতুন ভাড়াটিয়া আখি নামের একটি মেয়ে ঘরের মধ্য মৃত্যুবরণ করেন। এমন ঘটানার সূত্র পেয়ে আমি সোনারগাঁও থানা পুলিশকে তাৎক্ষণিক ভাবে বিষয়টি অবহিত করি। ঘটনাস্থলে পুলিশ এসে আখির মরাদেহ উদ্ধার করেন।
এবিষয়ে সোনারগাঁও থানার এসআই আ: রউফ বলেন, আমি ঘটনাস্খলে পৌঁছে আখির ঘরের দরজা ভেঙ্গে, তাঁর মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে থাকি। এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে বলে জানান তিনি।