নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ ওমরের বিরুদ্ধে স্থানীয় এলাকার প্রায় ৪ শতাধিক মহিলা-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। আজ শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ‘জমি দখল-মাদক ব্যবসায়ী-সন্ত্রাস-চাঁদাবাজ’ ব্যানারে উল্লেখ করে এলাকার সাধারণ নির্যাতিত নিপীড়িত জনগণ মানববন্ধন করে থাকেন।মানববন্ধন অংশগ্রহণকারী- সাইফুল ইসলাম (৫০) পিতা হাজী আব্দুল মান্নান, সাং কাঁচপুর উত্তরপাড়া, থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ।
এলাকাবাসীর মতে, মোশাররফ ওমর চেয়ারম্যান পাঁচ বছরে সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ অর্থ লুটপাট করে হাতিয়ে নিয়েছেন। এতে শত শত কোটি টাকা বনে গেছেন।অনেক মানুষ তাঁর অত্যাচারে মূখ ফুটে নারাজ হয়ে পরেছেন। তিনি আওয়ামীলীগের চেয়ারম্যান নাম বিক্রিত করে সাধারণ মানুষের জমিজমা দখল করে নিয়েছেন। এমন অসংখ্য অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে। যা কখনো মানুষ প্রতিবাদ করার সাহস পায়নি।
এসময় মানববন্ধনে প্রধান অভিযোগদাতা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমার নিজস্ব জমি জোরপূর্বক মোশাররফ চেয়ারম্যানকে লিখে দিতে হবে। এতে আমি অসম্মতি প্রদান করিলে। একপর্যায় গত শুক্রবার রাতে আমার কাঁচপুর বাজার নিজের মুদির দোকান তালাবদ্ধ করে দেওয়ার জন্য অনেক পায়তারা করেন এবং আমাকে বেদরক ভাবে মারপিটও করেন।
তিনি বলেন, বিগত পাঁচ বছরের চেয়ারম্যানে তাঁর অত্যাচারে কাঁচপুর ইউনিয়নবাসী অতিষ্ট হয়ে পরেছেন। তিনি জায়গায় জায়গায় জমি দখল, গার্মেন্টস্ ইন্ডাস্ট্রিয়াল দখলবাজী, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ নানা অপকর্মের মূলহোতা হিসেবে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।
সাইফুল বলেন, আজকের তাঁর অত্যাচারে অতিষ্ট হয়ে এ মানববন্ধনে সকলের আগ্রহ প্রদানে অংশ নিতে বাধ্য হয়েছি। এবং এবিষয়ে সোনারগাঁও থানায় আইনগত ব্যবস্থার জন্য একটি অভিযোগও প্রদান করা হয়েছে। এধরনের অভিযুক্ত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এবিষয়ে ভুক্তভোগী নূর হোসেন জানান, আমার নিজেস্ব জমি তাঁর দখলে নেওয়ার পায়তারা, জোরপূর্বক জমি লিখে দেওয়ার চাপসৃষ্টি প্রদান এবং গত শুক্রবার সন্ধ্যায় কাঁচপুর হাইওয়ে থানা সংলগ্নে আমাকে অপহরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সাধারণ পথচারীদের কারণে আমাকে অপহরণ করতে পারেননি। তাঁর এমন দিন দিন অত্যাচারে অতিষ্ট হয়ে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এবং আমি নিজে তাঁর বিরুদ্ধে সোনারগাঁও থানায় হাজির হয়ে একটি অভিযোগ প্রদান করি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র কাছে আকুল আবেদন তাঁর কর্মকাণ্ডের জন্য সঠিকভাবে আইনী ব্যবস্থা গ্রহণ করা হউক।