নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান গ্রুপ ও খান গ্রুপের মধ্যে ব্যাপক হারে মারামারির অভিযোগ পাওয়া গেছে। এমন মারামারি ঘটনায় অন্তত খান গ্রুপের ৬ জনকে গুরুত্বর আহত করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার সময় যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের ঘটনায় গুরুত্বর আহত ৬ জন হলো- পলাশ(২৮) পিতা আব্দুল মালেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, ওয়াসিম(২৫) পিতা অজ্ঞাত, সবুজ(৪০) পিতা মোতালিব সরদার, হাসান(২২) পিতা সুলতান কাঁচপুর ইউনিয়ন যুবলীগ নেতা, নাজমুল(২৫) পিতা নূর হোসেন ও শরিফ(২২) পিতা মকবুল হোসেন সাধারণ পথচারী, উভয় সাং কাঁচপুর, থানা সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রত্যক্ষদর্শীদের মতে, কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ ওমর ও সোনারগাঁ উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু দুই ভাইয়ের নেতৃত্বে সোনাপুর ৪নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপির নেতা মনু মিয়া, নুরুজ্জামান, মোমেন, বাবুল, রেজাউল, মিজানসহ শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে। হাজী নূরে আলম খান ও লিটন খান এর পরিবহণ বাসস্ট্যান্ড কাউন্টারের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেওয়ার ব্যাপক পায়তারা চালিয়ে যাচ্ছেন। গতকাল বুধবার এমন দখল দারিত্বের মূহুর্তে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ভাবে মারপিটের ঘটনা ঘটে থাকে। ইতিপূর্বে তাদের সকল প্রতিষ্ঠান দখলে নেওয়ার ৬/৭ বার এমন ঘটনার মুহূর্তে পরেছেন তারা। তবে দীর্ঘ পরিল্পনায় রয়েছে প্রতিষ্ঠান গুলো দখলের। এতে রক্তক্ষয়ীরও ব্যাপক আশঙ্কা রয়েছে।
এবিষয় সোনারগাঁ উপজেলার আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান লিটন সাংবাদিকদের জানান, আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ ওমর ও উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল ওমর এর নেতৃত্ব শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের সহ আরও ৪/৫ দিন ধরে এমন চেষ্টা চালান তারা। আজকের হঠাৎ অপরিকল্পিত ভাবে, আমাদের লোক জনের প্রতি হামলা চালান তারা। এমন হামলার ঘটনায় অন্তত ৬ জন গুরুত্বর আহতের স্বীকার হন। তিনি বলেন, আমরা আইনের আওতায় যাব এবং থানায় গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রদান করবো বলে জানান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের মধ্যে বিরোধ বাধে। এর জের ধরে বুধবার আবারও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ পথচারীদেরকে পিটিয়ে আহত করে বাবুসহ তার লোকজন।
Tags: কাঁচপুরে