নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শহরস্থ নরসিংদী সরকারি কলেজে সামনে থেকে অত্র কলেজেরই অধ্যায়নরত অনার্সের ২য় বর্ষের ছাত্রী সুরাইয়া আক্তার ( সুমা) কে অপহরণ করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। অপহৃত সুরাইয়া আক্তার সুমার বাবা নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামের মৃত হাজী আঃ রফিক মিয়ার ছেলে মোঃ শহিদুল্লাহ’র লিখিত অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১২টায় সুরাইয়া আক্তার সুমা (২১) নরসিংদী সরকারি কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কলেজ থেকে সুমা সময়মতো বাড়িতে না আসলে তার ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭০৯-১৫৬৭২২ ও ০১৭৬২৫ ৬২২১১১) ফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। পরে নিকটস্থ আত্মীয়-স্বজন ও সম্ভব্য স্হানে খোঁজাখুঁজি পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে আমার মুঠোফোনে নরসিংদী শহরের আরশিনগর মাইক্রো স্ট্যান্ডের ড্রাইভার ইমন পরিচয়ে ( ০১৭০৭৮০২৮৩২) তার মুঠোফোন থেকে জানায় যে, সুমাকে দুপুর ২টার দিকে নরসিংদী সরকারি কলেজের সামনে থেকে অজ্ঞাত ৫/৬ জনের একটি দল সুমাকে একটি নোহা গাড়িতে তুলে নিয়ে যায়। সংবাদাতা ইমন অপহরনকারীদের ব্যবহৃত গাড়িটির চালক। তার দেওয়া তথ্য অনুযায়ী সুমার বাবা জানতে পারে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ অপহরণকারী দল সুমাকে অপহরণ করে সিলেটের উদ্দেশ্যে নিয়ে যায় এবং অপহরণকারীরা উক্ত গাড়ির চালক ইমনকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে জোরপূর্বক সুমাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এব্যাপারে নরসিংদী মডেল থানায় গতকাল রাতেই অপহৃত সুমার বাবা মোঃ শহিদুল্লাহ অজ্ঞাত ৫/৬ নামে অভিযোগ দায়ের করেন।