নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড গোলাম সাত্তার (৭৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৬ টায় মৃত্যুবরন করেন। তিনি মৃত্যুকালে ২ ছেলে, স্ত্রী, নাতি—নাতনীদের রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর জেলায় জন্ম গ্রহন করেন।
আজীবন সংগ্রামী, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র যোদ্ধা। তিনি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, মোহাম্মদ তোয়াহা ও গোলাম মহিউদ্দিন এর সহকর্মী ছিলেন। তিনি আমৃত্যু শোষিত—বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াই—সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের শ্রমিক আন্দোলন এর একজন সুযোগ্য নেতৃত্ব হারালো। তিনি সাম্যবাদী দল, শ্রমিক—কর্মচারী ঐক্য পরিষদ ও শ্রমিক—কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছেন।
কমরেড গোলাম সাত্তারের মৃত্যুতে বাংলাদেশ কৃষক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কিষাণী সভা সভানেত্রী ডাঃ সামসুন্নাহার খান ডলি ও সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি অমলি কিসকু ও সাধারণ সম্পাদক স্বপন এক্কা, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার যৌথ বিবৃতিতে, শোকাহত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।