স্টাফ রিপোর্টার♦♦
ঢাকা থ নাম্বারের তিন হাজার সিএনজি মহানগরের বিভিন্ন সড়কে চলাচলের বৈধতার দাবিতে সাধারণ সভা করেছে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটি কদমতলী থানা শাখা।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে রায়েরবাগ ৬নং রোড সংলগ্নে ফোর স্টার গ্যারেজে এ সাধারণ পরিষদ সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নেছার হোসেনের সভাপতিত্বে এবং মোঃ হানিফ মৃধার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জুয়েল মালতিয়া, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
বক্তারা সকলেই ঢাকা থ নাম্বারের সিএনজিগুলো মহানগরীর বিভিন্ন সড়কে চলাচলের বৈধতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বক্তব্য শেষে মোহাম্মদ নেছার হোসেনকে সভাপতি ও রাসেল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কদমতলী থানা শাখার সকল সদস্যবৃন্দ।