প্রকাশ সরকার সুমন :
প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার ৮৪ তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা-৫ আসন এলাকায় বৈশ্বিক মহামারি করোনার ওমিক্রন প্রতিরোধে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ওমিক্রন বাড়তে থাকায় বুধবার দিন ব্যাপী ওই আসনের প্রয়াত এমপি’র জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল ডেমরা ও যাত্রাবাড়ি থানাধীন বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচী পালন করেন। এদিন বেলা ১১টায় ডিএসসিসির ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতাদের উদ্যোগে ঢাকার ধলপুরে উন্নতমানের সার্জিক্যাল মাস্ক ও বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বিশেষ ধরনের কেমিক্যালযুক্ত এন্টিসেপটিক সাবানও বিতরণ করা হয়।
৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম নিপু’র সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহŸায়ক ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসীম, ঢাকা মহানগর দক্ষিন কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক সবেক ছাত্রনেতা আহসান উল হক পলাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিন কৃষকলীগের বন ও পরিবেশ সম্পাদক হাসান মাহমুদ অপু, সহ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমন, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হারুন অর রশিদ শান্ত, আরকে চৌধুরী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাকিল হোসেন আনন্দ, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মজিবুল হক মিজান, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আশ্রাফুজ্জামান সজিব, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: মুক্তার হোসেন দেওয়ান সহ ৪৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় মশিউর রহমান মোল্লা সজল বলেন, বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রণ ভাইরাস সংকট বাংলাদেশেও গুরুতরভাবে প্রভাব বিস্তার করেছে। এরই প্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার প্রভাব পুণরায় পড়তে শুরু করেছে। আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি তাঁর মেধা, দক্ষতা ও প্রজ্ঞায় করোনার বর্তমান ঢেউ অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবেলা করার নানাবিধ পন্থা অবলম্বন করছেন। ইতিমধ্যে মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা ও সংক্রমণ প্রতিরোধে শেখ হাসিনা সরকার দেশের সব মানুষকে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ ইতিমধ্যে সফলতার সাথে প্রয়োগ হয়েছে। তথাপিও তিনি করোনা ভাইরাস এর বিরুদ্ধে সচেতনতাম‚লক কর্মস‚চি গ্রহণের জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করেছেন। তার ধারাবাহিকতায় জনসচেতনা বাড়াতে আমরা মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছি।