মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার।।
এবি পার্টি লক্ষ্মীপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।গতকাল (১৯ জুন) রবিবার সকাল ১১টায় স্থানীয় ঐতিহ্য কমিউনিটি সেন্টারে এবি পার্টির লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও শাখা সমন্বয়ক মশিউল আজম সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল ও সহকারী সদস্য সচিব আনোয়ার ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল ওহাব মিনার বলেন, আমরা বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা অনুযায়ী মানবিক রাষ্ট্র হিসেবে গড়তে পারিনি। তাই আজ সেবা মূলক পেশায় নিয়োজিত মানুষেরা বেশি সমালোচিত। যাদের নিকটা মানুষ আশ্রয় নেওয়ার কথা সেই ডাক্তার, পুলিশ, আইনজীবী এদের কাছে মানুষ যেতে ভয় পায়। তাই আমাদের নতুন রাজনীতি। আমরা এই রাষ্ট্রকে একটি কল্যানরাষ্ট্র হিসেবে পুনর্গঠন করবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন,
ক্ষমতার মূল কেন্দ্রে নেতৃত্ব দেয় রাজনীতিবিদেরা। অথচ মেধাবী ও যোগ্য লোকেরা কেউ রাজনীতি করতে চায়না। সেজন্যই আজ আমাদের দেশে আমরা অধিকার হারা। আমাদের চোখের সামনেই তিনদিন ধরে সীতাকূন্ডে আগুন জ্বলে, মানুষ পুড়ে কয়লা হয় আমরা কিছুই করতে পারিনা। সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বহু মানুষ বন্যার পানিতে মানবেতর জীবনযাপন করছে। ঘর বাড়ি হাসপাতাল থানা সব ভেসে গেছে, পানিবদ্ধ অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ। এরকম বিপর্যস্ত পরিবেশেও সরকারের কাছে বন্যা প্রধান সমস্যা না, তারা পদ্মা সেতুর ফানুস উড়াতে ব্যাস্ত। তিনি নতুন প্রজন্মকে অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে রাষ্ট্র
পূণর্গঠনের সংগ্রামে অবতীর্ণ হবার আহ্বান জানান।
সম্মেলনে মো. আনোয়ার হোসাইনকে আহবায়ক, ডাঃ ফখরুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও চৌধুরী মশিউল আজম সাকিবকে সদস্য সচিব করে ৩৮ সদস্য বিশিষ্ট লক্ষীপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার।