সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
এক সপ্তাহেও খোঁজ মিলেনি নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের তানিয়ার (৩৭)। এ ঘটনায় (১৫ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানায় তার ভাই মনিরুজ্জামান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ৬৪৮) দায়ের করেন।এরআগে ১৪ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হয় তানিয়া।
জানা যায়, নিখোঁজ তানিয়া মানসিকভাবে অসুস্থ। নিখোঁজের সময় সে বেগুনী রঙের থ্রী পিস পড়নে ছিলো, কাঁধে ছিলো একটি ভ্যানিটি ব্যাগ।
যদি তানিয়ার খোঁজ পাওয়া যায় তাহলে ০১৭৮৩৩৯৫৭০৮, ০১৭৬৮৩৫৯৬৬৬ এবং ০১৯৫৪৩৫৯২৯৮ নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে তার পরিবার।