জরুরী বিজ্ঞপ্তীঃ
মোঃ হামিম(৭) পিতা মোঃ হাসান রানা, মাতা মিথিলা, দাদা সেকেন্দার ওরফে শামীম, দাদি হাসিনা, বরিশাল মুলাদি থানা, ঢাকায় অজ্ঞাত স্থানে ভাড়া বাসায় থাকে বলে জানায়। তাহার পিতা ও ফুপা সাংবাদিক বলে জানান।
সানারপাড় ষ্ট্যান্ড-এ ০৫/০৫/২০২১ সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় জনৈক মোঃ ছফিউল্লাহ ড্রাইভার(৪০) পিতা-রফিকউল্লাহ, সাং-সানারপাড় লন্ডন মার্কেট, সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। মোবাইল-০১৯১৯২৭০৯৮১ এই শিশুকে এলোমেলো ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদ করে তাহার কোন ঠিকানা না পাওয়ায়। এলাকায় মাইকিং সহ বিভিন্ন ভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে ০৭/০৫/২০২১ খ্রিঃ রাত অনুমান ৮ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানায় আছে।
যোগাযোগের জন্য- ০১৩২০০৯০৪৩৪ (ডিউটি অফিসার সিদ্ধিরগঞ্জ থানা)।