বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বোরহানউদ্দিন পৌরসভার আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রফিকুল ইসলামকে ভোট দেওয়ার জন্য আহবান জানান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার।
বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নং ওয়ার্ডে নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীর জনকের কন্যা প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা আমানত স্বরূপ নৌকা প্রতীক রফিকুল ইসলামের হাতে তুলে দেন। আমরা এ বিশ্বাসের প্রতিদান অবশ্যই দিব। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আগামী ৩০ তারিখের নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে উঠে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
জসিম উদ্দিন হায়দার আরো বলেন, রফিকুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই বোরহানউদ্দিন পৌরসভার বিপুল উন্নয়ন সাধন করেন। উন্নয়নের ধারা ধরে রাখতেই পুনরায় আমরা তাকে নির্বাচিত করব।