নিজস্ব প্রতিবেদকঃ
২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি উচ্চ আদালতের রায়ে দ্বিতীয় শ্রেণির মর্যাদা পান রেলওয়ের স্টেশন মাস্টাররা। কিন্তু দীর্ঘ প্রায় ৫ বছরে সে রায় কার্যকর না হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে উচ্চ আদালতের রায় অবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
আজ ১৭ই আগস্ট মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তিনি।
বিজ্ঞপ্তিতে মনিরুজ্জামান মনির বলেন, “১৯৭৭ সালের পে-স্কেলে এক গ্রেড নিচে বেতন নির্ধারণ করায় ২০০৫ সালে হাইকোর্টে রিট করে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন। ২০১১ সালের ইউনিয়নের পক্ষে রায় দেয় আদালত। ওই রায়ে ১৯৭৭ সাল থেকে কর্মচারীদের এরিয়ারসহ পূর্ণাঙ্গ সুবিধা দেওয়ার নির্দেশ দেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে সুপ্রিম কোর্টে আপিল করে বাংলাদেশ রেলওয়ে। এরপর ২০১৫ সালের ৮ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখে। এরপর পুনরায় রিভিউ পিটিশন দায়ের করে বাংলাদেশ রেলওয়ে। অভিযোগের বিষয়ে আইনগত ভিত্তি না থাকায় শুনানি শেষে আদালত মামলা খারিজ করে দেন। ফলে ১৯৭৭ সালে দেওয়া রায় পুনর্বহাল থাকে। কর্মচারীদের এরিয়ারসহ পূর্ণাঙ্গ সুবিধার পাশাপাশি দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা দেওয়ার নির্দেশ দেন আদালত।”
তিনি আরো বলেন, “দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা পান স্টেশন মাস্টাররা। এ রায়ের ফলে সহকারী ও স্টেশন মাস্টাররা দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদার পাশাপাশি একধাপ উপরের গ্রেডে বেতন-ভাতা পাবেন। ইতিমধ্যে অনেক স্টেশন মাস্টার অবসরে গেছেন। দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার স্বপ্ন বুকে ধারণ করে অনেকে মৃত্যুবরণ করেছেন। দেশের মৃত্যুদন্ড থেকে বিভিন্ন মেয়াদের সাজার সব রায় কার্যকর হচ্ছে অথচ স্টেশন মাস্টাদের রায় কার্যকর হচ্ছে না। যা অত্যন্ত হতাশাজনক।”
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মন্ত্রণালয়ের দিকে আঙ্গুল তুলে বলেন, “কোন অদৃশ্য শক্তির ইশারায় স্টেশন মাস্টারদের রায় কার্যকর হচ্ছে না রেলওয়ের স্টেশন মাস্টার থেকে শুরু করে রেলওয়ের সকল শ্রমিক কর্মচারীদের আজ একই প্রশ্ন। সুপ্রীম কোর্টের রায়ের পরও কেন স্টেশন মাস্টাররা রেলপথ মন্ত্রণলায় ও রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দপ্তরে দপ্তরে ঘুরবেন? অবিলম্বে স্টেশন মাস্টারদের দ্বিতীয় শ্রেনির পদমর্যাদার সুপ্রীম কোর্টের দেওয়া রায় বাস্তবায়ন করে কর্মরত, অবসরপ্রাপ্ত ও মৃত স্টেশন মাস্টারদের এরিয়াসহ সকল সুবিধা প্রদানের জন্য মাননীয় রেলপথ মন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।”