পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোছা. হাওয়া খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দিকশাইল গ্রামের মৃতঃ আতর আলীর স্ত্রী।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল পাঁচ টার কিছু পরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারে ঘটে এ দূর্ঘটনা।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, কালিকাপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা দাশুড়িয়া অভিমুখী একটি মাইক্রোবাস ঐ মহিলাকে স্বজরে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন ঔ মহিলা কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
পাকশী হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আশীষ স্যার্নাল বলেন, দূর্ঘটনার পর মাইক্রোবাসের চালক কৌশলে খুব দ্রুত পালিয়ে গেছে। পরে পাকশী হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় তিনি।