সাখাওয়াত হোসেন,পাবনা:
পাবনার ঈশ্বরদীতে কালাজ্বর নির্মূল বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সম্ভাব্য কালাজ্বরের লক্ষণ, দুই সপ্তাহের অধিক জ্বর, ওজন কমে যাওয়া, রক্তশূন্যতা, পেট ফুলে যাওয়া, পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে চিকিৎসা সেবা বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। উক্ত অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এফ.এ আসমা খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পি.এম ইমরুল কায়েস। অবহিতকরণ সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালাজ্বর নির্মূল কর্মসূচির সিডিসি ডাঃ শাহাদত হোসেন, এন্টোমলজিস্ট সার্জিক্যাল বিশেষজ্ঞ ডাঃ মোনালিসা। ক্রাউন এজেন্টের ডাটা ম্যানেজার ডাঃ মিজানুর রহমান,
প্রশ্নোত্তর পর্বে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আর.এম.ও) মো. শফিকুল ইসলাম শামীম। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মিনাল কান্তি সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি (অবসর প্রাপ্ত) অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সরকারি কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি প্রেশার প্রতিনিধিরা।