অনলাইন ডেস্ক:
কিন্তু কঠোর বিধিনিষেধের মধ্যে দেশের সব জায়গায় যান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও সকাল থেকে ঢাকায় ঢুকেছেন হাজার হাজার মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষকে পায়ে হেঁটে বা রিকশায় নিজেদের গন্তব্যে ফিরতে হয়েছে। এতে রিকশার ভাড়া গুনতে হয়েছে কয়েকগুন বেশি।
গাবতলী এলাকার আমিনবাজার ব্রিজে ঢাকামুখী যানবাহন আটকে দেওয়া হয়। এরপর থেকে পায়ে হেঁটে বা রিকশায় মানুষ ফিরেছে গন্তব্যে।
এদিকে ঈদুল আজহার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (২২ জুলাই) আট লাখ ২০ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। আর ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত এক কোটি চার লাখ ৯৪ হাজার মানুষ ঢাকা ছেড়েছেন।
ঢাকায় প্রবেশ করা এবং ঢাকা থেকে বের হওয়া মোবাইল ফোনের সিমের হিসাব দিয়ে শুক্রবার (২৩ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।