মোঃ মোস্তফা আল ইহযায◊◊
প্রতিটি উৎসবেই জনজীবনে আনন্দ বয়ে আনে, সবার মুখেই হাসি থাকে, হাসি নেই শুধুমাত্র শিক্ষিত বেকার বলে পরিচিত অসহায় যুবসমাজের মুখে। এবারের ঈদ বেকার যুবসমাজের মাঝে কোনোরূপ আনন্দ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চের চেয়ারম্যান মোঃ মোস্তফা আল ইহযায।
তিনি বলেন, আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল ফিতর কিন্তু বেকার যুবকদের জন্য সবচেয়ে অস্বস্তিদায়ক ঈদ হতে যাচ্ছে এট। বেকারত্বের কারণে যুবসমাজ সীমাহীন দুর্দশার মধ্যে রয়েছে, অনিশ্চয়তা ও অন্ধকারে তাদের দিনরাত এখন একাকার হয়ে যাচ্ছে। ঈদের আনন্দ সবার হৃদয়ে কড়া নাড়লেও যুবসমাজের মাঝে এখন শুধু হাহাকার শোনা যাচ্ছে। যেখানে জীবন বাঁচিয়ে রাখা অনিশ্চিত হয়ে পড়েছে সেখানে বেকার যুবকের জন্য
ঈদ উৎসব শুধু বিলাসিতার নামমাত্র। বর্তমানে একজন বেকার না পারেছে কারো কাছে হাত পাত্তে না পারছে জীবন যুদ্ধে টিকে থাকতে। এমন পরিস্থিতিতেও দেশের
সরকারি চাকরিজীবীদের দিন দিন বেতন ভাতা বৃদ্ধি করা হচ্ছে উন্নত জীবন যাপনের জন্য। পক্ষান্তরে বেকার যুবসমাজ না খেয়ে আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছে এতে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ লক্ষণীয় নয়। তিনি সরকারের নিকট বেকার যুবসমাজের জন্য রাষ্ট্রীয় ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ প্রতিটি উৎসবে – উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
তিনি আরও বলেন, এই ঈদে বেকার যুবসমাজ কোনো প্রকারের সরকারি সাহায্য- সহযোগিতা পাচ্ছে না। পাচ্ছে না কোনো ব্যক্তিগত সহযোগিতা নেই তাদের পাশে দাঁড়িয়ে আস্বস্ত করার মত কেউ বরং অনেকেই নিগৃহীত হচ্ছেন, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছেন মা-বাবা, ভাই-বোন, পরিবার-পরিজনসহ সমাজের কাছে। এ নিয়ে বেকার যুবকদের দুশ্চিন্তার ভাঁজ কপালে দিশে হারা হয়ে যাচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতি বহাল থাকলে দেশে অপকর্ম ও সন্ত্রাসবাদ বৃদ্ধি পাবে, শিক্ষিত বেকার যুবকেরা জড়িয়ে পড়বে বিভিন্ন অপকর্মে সাথে। অচিরেই দেশের এই শিক্ষিত সোনালী ভবিষ্যৎ অভিশাপ বয়ে আনবে, বোঝা হয়ে উঠবে পরিবার- পরিজন সমাজ ও রাষ্ট্রের। বেকারদের এই তীব্র জীবন যুদ্ধের যন্ত্রণা থেকে মুক্তি দিতে সরকারকে এগিয়ে এসে দ্রুত পদক্ষেপ গ্রহণে দাবি জানান। বেকার যুবসমাজ দুঃসহ যন্ত্রণার জীবন থেকেমুক্তিযুদ্ধের মুক্তি পাক ঈদ আনন্দ উপভোগ্য হয়ে উঠক দেশের প্রতিটি মানুষ সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চ সাথে অংশীদার হতে যুব সমাজের প্রতি আহ্বান জানান।
Tags: ঈদ আনন্দ