নিজস্ব প্রতিবেদক।।
ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ, ঈদ যাত্রায় ভাড়া নৈরাজ্য বন্ধ ও যাত্রীদের নিরাপদে পৌঁছানোর দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়।আজ (৩ জুলাই) রোববার সকাল ১১ টায় সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয় ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল (PDP) এর মহাসচিব কমরেড হারুন আল রশিদ খাঁন।
বক্তারা বলেন, ঈদুল আজহা আসলে দেখা যায় মালিকরা কে কতো বেশি টাকায় গরু ক্রয় করবেন তার প্রতিযোগিতা হয় অথচ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয় না। এবার ঈদের আগে বেতন বোনাস পরিশোধ না করা হলে কঠোর আন্দোলন করা হবে।
নেতৃবৃন্দ বলেন, গত ঈদের ছুটিতে কয়েকশত রাস্তায় দুর্ঘটনা ঘটেছে এবং মারা গিয়েছেন কয়েকশত মানুষ। এবার ঈদুল আজহায় আমরা কোন দূর্ঘটনা দেখতে চাই না। ঈদুল আজহা (কোরবানি) উপলক্ষে কৃষকের পালিত পশুর ন্যায্য মূল্য নিশ্চিত ও পালিত পশুর বাজারজাত করণে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
Tags: ঈদের