নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদী পাথরপাড়ায় গ্রামের ভিতর ছোট্ট পরিসরে গড়ে উঠেছে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ সাজনের মালিকানাধীন তাঁর গ্রীন হলিডে পার্কের মধ্যে নরী পতিতা দিয়ে অশ্লীল নৃত্য’র আয়োজন করা হয়। যেখানে প্রকাশ্য অশ্লীলতা বা নৃত্য দেখা গেছে।
ধর্মীয় ঈদুল আজহার পূর্বে থেকেই প্রতিদিন উচ্চ সাউন্ডে অশ্লীল গান বাজিয়ে নারীদেরকে অর্ধনগ্ন করে নাচিয়ে দর্শক মাতানোর নামে যৌনতা ছড়াচ্ছে গ্রীন হলিডে পার্ক কর্তৃপক্ষ।
খোলামেলা অর্ধউলঙ্গ নারীদের অশ্লীল নৃত্য দেখার জন্য সমবেত হচ্ছে হাজার হাজার তরুণ-তরুণী। যা দেখে সমাজের যুবকদের মধ্যে দেখা দিয়েছে সামাজিক অবক্ষয়। ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের এমন কর্মকান্ডে হতবাক ও ভয়ে নির্বাক এলাকাবাসী।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত উচ্চ সাউন্ডে গান বাজনার ফলে মুসল্লিদের নামাজ আদায় করতে বা সামনে শিক্ষার্থীদের পড়ালেখা করতে সমস্যা হচ্ছে। গানের আওয়াজে ঘুমাতে পারছেনা এলাকার মানুষ। হার্ট দূর্বল ও অসুস্থ রোগীদের জন্য এযেন এক মরণ যন্ত্র। ঈদ থেকে এখন পর্যন্ত প্রায় রাত নয়টা পর্যন্ত দুইজন অর্ধউলঙ্গ নারী বিভিন্ন বাঝে গানের তালে তালে অশ্লীল নৃত্য পরিচালনা করছে।
এবিষয়ে আশপাশের মানুষ সাংবাদিকদের জানান, প্রথম অবস্থায় নরমালি এটা একটি পার্ক ছিল। আস্তে আস্তে এখানে অশ্লীলতা বারতাছে। প্রথমে শুধু বক্স বাজত, এখন বিভিন্ন নর্তকী এনে নাচ-গান করায়। যার কারণে পাথরপাড়া, দিঘীরপার অনেকগুলো মাদরাসা আছে এই শব্দের কারণে ছাত্রদের পড়ালেখার সমস্যা হইতাছে। সারাদিন বক্স বাজার কারণে বাঁচ্চারা ঘুমাতে পারেনা। রাতেও মানুষজন আওয়াজে ঘুমাতে পারেনা।
এবিষয়ে একই গ্রামের মোঃ বকুল বলেন, গানবাজনার জন্য এলাকার মা-বোনদের নামাজ পড়তে সমস্যা হচ্ছে। এই পার্কের মালিক সাজন চেয়ারম্যান সাহেব আমাদের অভিভাবক আমি আবেদন করব আপনি যুব সমাজের দিকে লক্ষ করুন। এখানে নর্তকীদের এনে নাচ-গান করানো হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের ছোট ছোট যারা স্কুল, কলেজ, মাদরাসায় গিয়ে পড়ালেখা শিখবে অথচ তারা আজ এখান থেকে কি শিখছে? এ কারণে যুব সমাজ আজ ধ্বংস হচ্ছে। পার্ক ভালো বিনোদন কেন্দ্র আমরাও চাই পার্ক থাকুক কিন্তু এমন টা না।
দিঘীরপার রাসেদুল হাসান জানান, প্রতিনিয়ত মিউজিক ও নাচ-গানের মাধ্যমে যে অশ্লীল কাজ করা হচ্ছে। আমাদের নামাজের সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এজন্য আমরা এর নিন্দা জ্ঞাপন করছি। যুবকরা এখানে গিয়ে বিভিন্ন বিষয়ে মারামারিতে লিপ্ত হচ্ছে, এজন্য এটা যাতে নিয়ন্ত্রিত হয়,এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
অনুসন্ধানে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন মনে হচ্ছে, অর্থ কামানোর পাশাপাশি যুব সমাজ ধ্বংসের অভিনব কায়দা। এই গ্রীন হলিডে পার্কের এমন এমন অবৈধ কর্মকাণ্ডের বিষয়টি আইনী পদক্ষেপে প্রশাসনের আশু হস্তক্ষেপ জরুরি।
এ ব্যাপারে সমালোচিত বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে গ্রীন হলিডে পার্কের মালিক মামুনুর রশিদ সাজন বলেন, এখন অনুষ্ঠান চলছে তাই বক্তব্য দিতে পারব না। পরে মুঠোফোনে কল দিলে তিনি বলেন আপনার কাছে কি কেউ বিচার দিয়েছে? আমি পরে কথা বলব বলে কেটে দেন।
এ বিষয় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান বলেন, আপনারা আগে নিউজ করেন, পরে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।