নিজস্ব প্রতিবেদক◊◊
সোমবার ২৩ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকার ডেমরা থানার মাতুয়াইলে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়।
সিনিয়র নায়েবে আমীর ড. মওলানা এ. কে. এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ ইসমাঈল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় আমীর মাওলানা আজিজুল হক মুরাদ অসুস্থ থাকায় তারই নির্দেশে মজলিশে শরিয়া ও মজলিসে শুরার সর্ব সম্মতিক্রমে ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান ভারপ্রাপ্ত আমীর নির্বাচিত হন।
সভায় বক্তব্য রাখেন, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, জনেন্ট সেক্রেটারি জেনারেল ড. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রোকনুজ্জামান, প্রচার সম্পাদক ক্বারী মাওলানা ইউসুফ সিদ্দিকি, মাওলানা আলতাফ হোসেন (কুড়িগ্রাম), মাওঃ হাশিমুদ্দিন (গাজীপুর), মাওলানা আবু সালেক (পঞ্চগড়), মাওলানা তজম্মুল হোসাইন (ঢাকা), মাওলানা আবুল কাশেম, আব্দুল্লাহ আল মাহদী প্রমুখ।
সভায় বক্তাগণ নিম্ন বর্ণিত দাবি সমূহ বস্তবায়নের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান। ১। সকল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে দেশের মুসলিম জনগোষ্ঠিকে খিলাফত আলা মিনহাজুন নুবুয়্যাহ তথা নবুয়্যাতি ধারার খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ২। বাংলাদেশের বিরুদ্ধে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, রাজনৈতিক দল ও ব্যাক্তি তথা সর্বস্তরের দেশপ্রেমীক নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ৩। দ্রব্যমূল্যের উর্ধগতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ৪। এ শুরা দেশের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূরীকরণে যথাযথ সিদ্ধান্ত কামনা করে। বিশেষ করে মাদরাসার স্বতন্ত্র ইবতেদায়ি স্তরে বিগত ৪০ বছর থেকে বিদ্যমান সংকট নিরসনে জরুরী পদক্ষেপ কামনা করছে। ৫। এ সভায় দেশের শিক্ষার সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার জোর দাবি জানানো হয়। ৬। বৈঠকে ভারতে মুসলিম নির্যাতন ও মুসলমানদের পবিত্র স্থান মসজিদ সমূহ ভেঙ্গে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসকল নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানায়। ৭। এ সভায় ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় আগ্রাসি, রক্তপিপাসু অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরচিত নৃসংশ ধ্বংশযজ্ঞের তীব্র নিন্দা ও ক্ষেভ প্রকাশ করা হয়। এ জালিমদের বিরুদ্ধে মুসলিম দেশ সমূহের সরকার সমূহকে ঐক্যবদ্ধ প্রয়াশ চালানোর আহ্বান জানানো হয়। ৮। বর্তমান সংবিধানের ইসলাম বিরোধী ধারা সমূহ বাতিল করে কুরআন সুন্নাহ মোতাবেক সংবিধান সংশোধন করার আহ্বান জানান।