নিজস্ব প্রতিবেদক:
ভয়েস অব ল-ইয়ার্স অব বাংলাদেশ নামের সংগঠনের ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ-উজ জামানের সভাপতিত্বে অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি মো. জালাল উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী তৈমুর আলম খন্দকার, সমিতির সাবেক সম্পাদক ড. মো. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সাবেক সহসম্পাদক সৈয়দ মামুন মাহবুব ও নূরে আলম উজ্জ্বল, আবেদ রাজা, ইউনুছ আলী আকন্দ, রফিকুল হক তালুকদার রাজা, শাহ আহমদ বাদল (বাদল নূর), আবদুল বাতেন, মনি হোসেন, মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার মোস্তফা তাজ, ফজলুল হক আকন্দ, লতিফুর রহমান, জাহাঙ্গীর আহমেদ, শহীদুল ইসলাম (ঝালকাঠি), পারভেজ হোসেন, শহীদুল ইসলাম, মোজাম্মেল হক, সুলতান মাহমুদ, সুরাইয়া আক্তার, চৈতালি চক্রবর্তী প্রমুখ।
সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবীরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর বাহিনীর হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় প্রতিবাদ জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ফিলিস্তিন যেতে চায়—এমন কমপক্ষে ১০ লাখ যুবককে ফিলিস্তিনে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে বলা হয়, ফিলিস্তিনে হামলা বন্ধ না হলে ইসরায়েলের সহায়তাকারী আমেরিকান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।