শেখ সাখাওয়াত হোসেন, পাবনা থেকে।।
পাবনা শহরের ইছামতী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্থিতাবস্থা তুলে নিয়েছেন হাইকোর্ট। ফলে ইছামতি নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে আর কোন বাঁধা নেই বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
রবিবার (২৪ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত ২৭ ফেব্রুয়ারী থেকে ইছামতির দুই পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ কাউসার হাবিবসহ আরও অনেকে।
ওইদিন ডিসি রোডের আঞ্জুমান মুফিদুল ইসলামের সামনে থেকে রায়বাহাদুর গেটের পেছন পর্যন্ত এ অভিযান চলে। দিনব্যাপী অভিযানে বড় বড় দ্বিতল ও তিনতলা ভবনসহ কমপক্ষে অর্ধশত অবকাঠামো ভেঙে নদীর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। মহামান্য হাইকোর্টের রায়ের পর আবার শুরু হবে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।