প্রকাশ সরকার সুমন :
মানিকগঞ্জের ৮নং ধামশ^র ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য এসডি কাদেরকে জেনেসিস থিয়েটারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ ফেব্রæয়ারী মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ এলাকায় গিয়ে জেনেসিস থিয়েটারের শিল্পীরা ফুল দিয়ে নব নির্বাচিত এ ইউপি সদস্যকে সংবর্ধনা প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী শিউলী জামান, জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি নূর হোসেন রানা, সাংবাদিক ও নাট্যকার প্রকাশ সরকার সুমন, নাট্য অভিনেতা ইকবাল খাঁন, নাট্যাভিনেতা প্রদীপ কুমার ঘোষ,আব্দুস সালামসহ অন্যরা। ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, জেনেসিস থিয়েটারের শিল্পীরা আমার নিজ এলাকায় এসে আমাকে সংর্বধিত করায় আমি জেনেসিস থিয়েটারের সকল শিল্পীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করায় আমি আমার ইউনিয়নের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন আমি আমার ইউনিয়নের সকলকে নিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে ব্যপক পরিবর্তন আনতে চাই। সে জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। সকলে মিলেমিশে আমরা এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।