নারায়ণগঞ্জ প্রতিনিধি♦
নারায়ণগঞ্জের আড়াইহাজার পাঁচরুখী এলাকা হতে মুক্তিপণের ৩০ হাজার টাকাসহ অপহরণকারী চক্রের মূলহোতা দুইজনকে গ্রেফতার করা হয়।
গতকাল (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার র্যাব-১১’র একটি দিবাগত রাতে পাঁচরুখী এলাকায় টহল ডিউটি করা কালে পাচরুখী ভূইয়া পাড়া এলাকা হতে ভিকটিম মোঃ দিপু মোল্লা (৩২), মুক্তিপনের ৩০ হাজার টাকা উদ্ধারসহ অপহরণ চক্রের মূলহোতা সজিব মিয়া(৪০)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সজিব মিয়া (৪০) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচরুখী এলাকার মোঃ বাবু মিয়ার ছেলে।
অনুসন্ধানে জানা যায়, ভিকটিম দিপু মোল্লা (৩২) একজন মুদী ব্যবসায়ী। বিগত ১০/১২ দিন পূর্বে ভিকটিমকে গ্রেফতারকৃত আসামী একজন চাউল ব্যবসায়ী বলে পরিচয় দেয় এবং তার গোডাউনে থাকা চাউল সল্প মূল্যে ভিকটিমের নিকট বিক্রয়ের প্রলোভন দেখায়। এরপর ভিকটিমকে আসামীর গোডাউনে থাকা চাউল দেখনোর কথা বলে একটি প্রাইভেটকার যোগে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাচরুখী সাকিনস্থ কালীবাড়ী রোডস্থ এক তলা বিশিষ্ট বাড়ির একটি রুমে আটক করে রাখে।
আরও জানাগেছে, ভিকটিমকে এলোপাথারীভাবে মারপিট করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে ভিকটিমের নিকট এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। অতঃপর ভিকটিম ভয় পেয়ে তাহার ব্যবহৃত মোবাইল হতে ভিকটিমের মায়ের ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে তাকে অপহরণ করা হয়েছে জানায় এবং জরুরী ভিত্তিতে এক লক্ষ টাকা নিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাচরুখী এলাকায় আসার জন্য বলে। তখন ভিকটিমের মা ভয় পেয়ে ৩০ হাজার টাকা নিয়ে পাচরুখী সাকিনস্থ পাচরুখী ভূইয়া পাড়া কালীবাড়ী রোডস্থ মিন্টু মিয়ার বিসমিল্লাহ ফার্নিচারের সামনে বালুর মাঠে উপস্থিত হলে। বর্ণিত অপহরণকারী ভিকটিমের মায়ের নিকট থেকে টাকা নিতে আসলে র্যাব-১১ এর টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে মুক্তিপনের ৩০ হাজার টাকাসহ অপহরণকারী চক্রের মূলহোতা সজিব মিয়া(৪০)’কে গ্রেফতার করা হয়।এবং তার অপর সহযোগী পালিয়ে যাওয়ায় র্যাব-১১ কর্তৃক পলাতক আসামীকে গ্রেফতার করার কার্যক্রম চলমান আছে।
এবিষয়ে র্যাব-১১’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি মামলা চলমান রয়েছে।আসামীরদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।