আড়াইহাজার থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টিটেরিরিজন ইউনিট।
গ্রেপ্তারকৃতের নাম আমিনুল ইসলাম(২০)। সে জেহাদী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য ।
আমিনুল ইসলাম আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গাং পাড় এলাকার সৈয়দ সামসুদ্দিনের ছেলে।
পুলিশের এন্টিটেররিজিম ঢাকা ইউনিটের পরিদর্শক মো. কামরুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৫ আগষ্ট বুধবার রাত পৌনে ১০টার দিকে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গাং পাড় বায়তুন মামুর মসজিদের উত্তর দিকে সৈয়দ সামসুদ্দিনের বাড়িতে অভিযান চালান পুলিশের এন্টিটেররিজিম ঢাকা ইউনিটের সদস্যরা। সেখান থেকে গণতন্ত্র বিরোধী জঙ্গী সংগঠণ আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আমিনুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। পরে তার ঘরে তল্লাসী করে জঙ্গী কাজে ব্যবহৃত মোবাইল,রাউটার সহ বহু জেহাদী বই উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত জঙ্গী আমিনুল ইসলাম “আমিন ইবনে শামস” নামে ফেসবুক আইডি খুলে ইশতিহাদী/ফিদায়ী জেহাদী হামলা কিভাবে করতে হবে তার জন্য দখড়হব ডঙখঋ একাকী শিকারী নামে গোপনীয় গ্রুপ তৈরী করে সদস্য সংগ্রহ করে কার্যক্রম চালাত এবং দেশের ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে সে পুলিশের কাছে স্বীকার করে বলে জানান।
এ ঘটনায় ৬ আগষ্ট বৃহস্পতিবার বিকালে পুলিশের এন্টিটেররিজিম ঢাকা ইউনিটের পরিদর্শক মো. কামরুল হাসান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জঙ্গী গ্রেপ্তার ও মামলার কথা নিশ্চিত করেন।